ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

অরিত্রির আত্মহত্যায় ৯ জানুয়ারি তিন শিক্ষকের বিরুদ্ধে প্রতিবেদন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ৫ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:২০, ৫ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ভিকারুননিসার শিক্ষার্থী অরিত্রি অধিকারীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে অধ্যক্ষ নাজনীন ফেরদৌসসহ তিন জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (৫ ডিসেম্বর) মামলার এজহারটি গ্রহণ করে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য করেন ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী।

এর আগে দুপুরে মামলাটি তদন্তের জন্য আনুষ্ঠানিকভাবে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ডিবির যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখনও কেউ আটক কিংবা গ্রেফতার হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, গত সোমবার দুপুরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয় অরিত্রি। পরে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় মঙ্গলবার রাতে পল্টন থানায় ‘আত্মহত্যার প্ররোচনাকারী’ হিসেবে তিনজনের বিরুদ্ধে মামলা করেন অরিত্রির বাবা। মামলার আসামিরা হলেন- অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, প্রভাতী শাখার প্রধান জিনাত আক্তার ও শ্রেণি শিক্ষিকা হাসনা হেনা।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি