ঢাকা, বুধবার   ২১ জানুয়ারি ২০২৬

অসহায় ৫ জেলেকে কনুই জাল প্রদান করেছে রোটারি ক্লাব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৩ নভেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

রোটারি ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট এর সঙ্গে রোটারি ক্লাব ব্রাহ্মণবাড়িয়া মিডটাউন সম্পৃক্ত হয়ে পাঁচজন অসহায় জেলেকে হাতে তৈরী ৫টি কনুই জাল প্রদান করেছে।

গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এসব জাল প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব ঢাকা জেনারেশন নেক্সট-এর সভাপতি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব (স্বপ্নীল), ভাইস প্রেসিডেন্ট দিবেন্দু ভট্টাচারিয়া, সেক্রেটারি পর্ণা সাহা, ডাইরেক্টর মেম্বারশিপ জনাব হেলাল উদ্দিন এবং অন্যান্যরা। সার্বিক সহযোগিতায় ছিলেন স্থানীয় সাংবাদিক এম মনসুর আলী।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি