ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

(ভিডিও)

বিলুপ্তির পথে মৌলভীবাজারে শব্দকরদের ব্যবহৃত দেশীয় বাদ্যযন্ত্র

প্রকাশিত : ১৫:০৮, ৩১ মে ২০১৯ | আপডেট: ১৫:১১, ৩১ মে ২০১৯

মৌলভীবাজারে শব্দকর সম্প্রদায়ের ব্যবহার করা দেশীয় বাদ্যযন্ত্রগুলো বিলুপ্তির পথে। বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই বাদ্যযন্ত্রগুলো সংরক্ষণের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।

ভিডিওর শুরুতেই যে বাঁশিটি বাজবে তার নাম লাইনেট। যা নতুন প্রজন্মের অনেকেরই অজানা। শুধু লাইনেট নয়, টামপেড, সাইট ডাম, ঢোল ও ঢাকসহ এরকম রয়েছে অসংখ্য পুরোনো বাদ্যযন্ত্র। এসব যন্ত্রের সুর ও তাল বাঙ্গালির উৎসবে এনে দেয় আলাদা মাত্রা।

কিন্ত সংরক্ষণ ও সচেতনতার অভাবে এসব যন্ত্র আজ হারিয়ে যাওয়ার পথে। উপরকরণের দাম বেড়ে বেশিরভাগ বাদ্যযন্ত্রই আর তৈরি করেন না কারিগররা। আকাশ সংস্কৃতির এই যুগে দেশি বাদ্যযন্ত্রের মতোই অস্তিত্ব সংকটে ভুগছে শব্দকর সম্প্রদায়।

মৌলভীবাজারের শব্দকর সম্প্রদায়ের প্রায় ৭-৮ হাজার মানুষের ঐহিত্যবাহী পেশা টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা দরকার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত দেখুন ভিডিওতে :

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি