ঢাকা, শনিবার   ২৪ জানুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ হচ্ছে আমার প্ল্যান: তারেক রহমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৫, ২৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৩৩, ২৪ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে— আইনশৃঙ্খলা। যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস করতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে “মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান” শীর্ষক জাতীয় রিলস নির্মাণ প্রতিযোগিতায় ১০ বিজয়ীর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণের নানা পরিকল্পনা তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে বিজয়ীরা তাদের নানা জিজ্ঞাসা তারেক রহমানের সামনে তুলে ধরেন এবং তিনি সেগুলোর বিষয়ে খোলামেলা জবাব দেন।

তারেক রহমান বলেন, আমাদের প্রথম একটা বিষয় নিশ্চিত করতে হবে-আইনশৃঙ্খলা। অর্থাৎ মানুষ যেটা বলছে, আপনি যেটা বলছেন, যেন সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারি, এটা নিশ্চিত করতে হবে। আর দুর্নীতি আমাদেরকে যেভাবেই হোক, এটাকে অ্যাড্রেস করতে হবে।

তিনি বলেন, বিভিন্ন রকম দুর্নীতি আছে, বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে। এই দুটো জিনিসকে যদি আমরা একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে আসবে। এটা হচ্ছে আমার প্ল্যান।

তারেক রহমান বলেন, ‘আমরা প্রাইমারি শিক্ষকদের মোর কোয়ালিফাই করতে চাচ্ছি, তাদের ট্রেনিং দিতে চাচ্ছি। যে ট্রেনিংটার মধ্যে একাডেমিক ট্রেনিং থাকবে, একই সঙ্গে সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধ আছে এই বিষয়গুলোও বাচ্চাদের শেখাতে হবে।’

সাইবার বুলিং নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যদি বাচ্চাদের ছোটবেলা থেকে শেখায়, এইটা সঠিক, এইটা ভুল; এইটা সাদা, এইটা কালো—এইভাবে যদি আমরা বাচ্চাদের শেখাতে পারি আমার ধারণা একটা পর্যায়ে গিয়ে তাদের মাথায় ঢুকে যাবে কোনটা ন্যায় কোনটা অন্যায়।’

বিএনপি চেয়ারম্যান বলেন, যোগাযোগ ব্যবস্থা উন্নত না হওয়ায় পণ্যদ্রব্যের মূল্য বাড়ে। তাই কৃষককে প্রণোদনা দেয়ার পাশাপাশি এ বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এটা ঠিক আমরা যেই পরিকল্পনাই করি না কেন, সবার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে। এসব বিষয় ঠিক করা গেলে অন্য সমস্যাগুলো স্বাভাবিক হয়ে যাবে।

তিনি বলেন, রোড ডিজাইনিং, পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম এবং চাকরি ঢাকা কেন্দ্রিক গড়ে উঠায় ট্রাফিক জ্যাম বাড়ছে। ট্রাফিক সমস্যা সমাধানে ঢাকার বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তুলবো। ফ্লাইওভারে হয়েছে, মেট্রোরেল দেখছি। মেট্রোরেল ব্যয়বহুল, জায়গা বেশি নেয়। এক্ষেত্রে মনোরেল সুবিধাজনক। ছোট ছোট বগি এবং মেট্রোর সঙ্গে ঢাকার সব জায়গায় এটিকে যুক্ত করা যায়।

তারেক রহমান বলেন, নাগরিকদের জন্য সরকারের অনেক প্রকল্প চালু আছে। তবে সেগুলো অগোছালো। ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলো আমরা এক জায়গায় আনতে চাই।

তিনি বলেন, সরকারের অনেক প্রজেক্ট আছে। কিন্তু সেগুলো সমন্বিত নয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা এই সুবিধাগুলো এক জায়গায় আনতে চাই।

তিনি বলেন, আমাদের তরুণরা অদক্ষ অবস্থায় বিদেশ যাচ্ছেন। তাই অনেক সময় সঠিক মূল্যায়ন পাচ্ছেন না। আমরা তাদের দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছি। প্রবাসীরা সঠিক চ্যানেলে রেমিট্যান্স পাঠালে তাদের জন্য প্রণোদনা রাখতে পারবো।

এসময় বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদি আমিন, প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী, তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি