ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আইয়ুব বাচ্চুর শীর্ষ ১০ গান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৪, ১৮ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আইয়ুব বাচ্চু বিরল শিল্পীদের একজন, যার প্রায় সবগুলো গান জনপ্রিয়তার শীর্ষবিন্দু ছুঁয়েছিল। হাতে গোনা কয়েকটি গান বাদ দিয়ে প্রায় সব গান নজর কেড়েছিল সংগীতপ্রেমীদের। কিংবদন্তি এই শিল্পীর শীর্ষ ১০ গান বেঁছে নেওয়া কঠিন। তাই সাম্প্রতিক গানগুলোর বদলে এখানে বেছে নেওয়া হয়েছে আইয়ুব বাচ্চুকে খ্যাতির শীর্ষে পৌঁছে দেওয়ার সময়কালের গানগুলো;
১. চলো বদলে যাই
সেই তুমি কেন এত অচেনা হলে
সেই আমি কেন তোমাকে দুঃখ দিলেম

দুই. এই রুপালি গিটার
এই রুপালি গিটার ফেলে
একদিন চলে যাব দূরে, বহু দূরে
সেদিন চোখের অশ্রু তুমি রেখো
গোপন করে।

তিন. ফেরারি মন
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাবারই আশায়
ফিরে আসে বারেবার

চার. হাসতে দেখো
হাসতে দেখো গাইতে দেখো
অনেক কথায় মুখর আমায় দেখো
দেখো না কেউ হাসির শেষে নীরবতা
বোঝে না কেউ তো চিনল না

পাঁচ. বাংলাদেশ
তুমি প্রিয় কবিতার ছোট্ট উপমা, তুমি ছন্দের অন্ত্যমিল
তুমি বর্ষার প্রথম বৃষ্টি, তুমি পদ্ম ফোটা ঝিল
তুমি প্রিয়তমার স্নিগ্ধ হাতে বন্ধনের রাখী
তুমি কষ্টের, নিভৃত কান্নায়, ভরা যন্ত্রণার সবই

ছয়. এখন অনেক রাত
এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন

সাত. কষ্ট পেতে ভালোবাসি
কোনো সুখের ছোঁয়া পেতে নয়
নয় কোনো নতুন জীবনের খোঁজে
তোমার চোখে তাকিয়ে থাকা

আট. আসলে কেউ সুখী নয়
সুখেরই পৃথিবী
সুখেরই অভিনয়
যত আড়ালে রাখো
আসলে কেউ সুখী নয়
নিজ ভুবনে চিরদুঃখী
আসলে কেউ সুখী নয়

নয়. একদিন ঘুম ভাঙা শহরে
একদিন ঘুম ভাঙা শহরে
মায়াবী সন্ধ্যায়
চাঁদ জাগা এক রাতে
একটি কিশোর ছেলে
একাকী স্বপ্ন দেখে

দশ. উড়াল দেব আকাশে
অভিলাষী আমি অভিমানী তুমি
হাজারো স্বপ্ন নিয়ে সবকিছু ভুলে গিয়ে
পৃথিবীতে বসে আছি সংসার সাজিয়ে
জানে অন্তর্যামী কে বা আগে পরে

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি