ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

আক্রান্তদের সহায়তায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কুইক রেসপন্স টিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ১৭ জুন ২০২০

Ekushey Television Ltd.

করোনাভাইরাসে আক্রান্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সকল পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য একজন উপ-সচিবকে প্রধান করে পাঁচ সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

আজ বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

টিমের কার্যপরিধিতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের কর্মকর্তা বা কর্মচারী করোনায় আক্রান্ত হলে টিম অসুস্থ্য কর্মকর্তা বা কর্মচারী বা তার পরিবারের সাথে যোগাযোগ করে চাহিদার ভিত্তিতে খাদ্য, ওষুধ, চিকিৎসাসহ অন্যান্য সকল বিষয়ে সার্বিক সহযোগিতা করবেন।

প্রত্যেক সপ্তাহে আক্রান্তদের তথ্য সংগ্রহপূর্বক প্রতিবেদন দাখিল করবেন। এছাড়াও এ সংক্রান্ত উদ্ভূত, অন্য যে কোন দায়িত্ব সম্পাদন করবেন। দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট কুইক রেসপন্স টিম-এর একটি বিকল্প টিমও গঠন করা হয়েছে।

উল্লেখ্য, বস্ত্র ও পাট মন্ত্রী’র নিজস্ব উদ্যোগে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা বাকর্মচারীদদের দুই ধাপে পঞ্চাশজনের করোনা সনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি