ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

আজ কামরাঙ্গীরচর যাচ্ছেন প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৬, ২৪ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১১:৫০, ২৪ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে অংশ নিতে রাজধানীর কামরাঙ্গীরচর যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন উপলক্ষে কামরাঙ্গীরচরসহ আশপাশের এলাকায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী প্রচার কার্যক্রমে তিনি অংশ নিবেন।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ বলেন, নির্বাচনী সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এবং ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন শেখ হাসিনা।

প্রসঙ্গত, এর আগে গতকাল রোববার রংপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী। সেখানে একাধিক সভায় বক্তৃতায় তিনি নৌকা প্রতীকে ভোট চান।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি