ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আজ বিএসএমএমইউতে নেয়া হতে পারে খালেদাকে

প্রকাশিত : ১০:০৯, ১০ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৩৪, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে। সেখানে মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করবে বলে জানা গেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি আবুল হাসান গতকাল গণমাধ্যমকে জানান, খালেদা জিয়াকে রোববার বিএসএমএমইউতে নেয়া হতে পারে। তবে তিনি পুরোপুরি নিশ্চিত নন বলেও জানান।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য আদালতের নির্দেশে গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা ২৪ ফেব্রুয়ারি কারাগারে গিয়ে তাকে দেখে এসে কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা বলেছেন। তারা আবারও তাকে বঙ্গবন্ধু মেডিকেলে পাঠাতে বলেছেন। মেডিকেল বোর্ড যেভাবে সিদ্ধান্ত দিয়েছে, সেই সিদ্ধান্ত আমরা বাস্তবায়ন করার ব্যবস্থা নিচ্ছি।

এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

উল্লেখ্য, গত মঙ্গলবার খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি