ঢাকা, শনিবার   ১০ জানুয়ারি ২০২৬

আজ রাজধানীতে ইভিএম প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫১, ১১ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৩১, ১৪ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নির্বাচন কমিশন রাজধানীতে দিনব্যাপী ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) প্রদর্শনীর আয়োজন করেছে। সোমবার আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ প্রদর্শনী হবে। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ইসি সূত্রে জানা গেছে, ইসি রাজনৈতিক দলগুলোকে এই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে। দলগুলো তাদের টেকনিক্যাল টিম দিয়ে ইভিএম পর্যবেক্ষণ করতে পারবে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি