ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

চকবাজার ট্র্যাজেডি

আজ শোক পালন করবে বিএনপি

প্রকাশিত : ০৮:৫০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় আজ শনিবার শোক পালন করবে বিএনপি। নিহতদের স্মরণে দেশব্যাপী দলটির নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এ ছাড়া নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিএনপির উদ্যোগে গতকাল বাদ জুমা দেশব্যাপী মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।

প্রসঙ্গত, গত বুধবার রাতে পুরান ঢাকার চকবাজারের চুড়িহাট্টার ৬৪ নম্বর ওয়াহেদ ম্যানশনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে এবং তা আশপাশের আরও তিনটি ভবনে দ্রুত ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ৪০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোট ৬৮জন নিহত হয়েছে। আহত ও দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হন ৪১ জন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি