ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আনুশকা-কোহলির অন্তরঙ্গ ছবি ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১২ মার্চ ২০১৮ | আপডেট: ১১:৪৫, ১৩ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বলিউডের ‘হট’ নায়িকা আনুশকা শর্মা ও ভারতের ক্রিকেট স্টার বিরাট কোহলির বিয়ে নিয়ে তো হইচই কম হয়নি। তাদের প্রেম-বিয়ে-রোমান্সের খবর বারবার মিডিয়ার ফলাও করে প্রচার হয়েছে। এসব তো পুরোনো খবর।

নতুন খবর হচ্ছে আনশকা-বিরাটের অন্তরঙ্গ-কামার্ত ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এতে দেখা গেছে স্বল্পবসনা বলিউড কুইন কোহলির গালে চুমু খাচ্ছেন। এসময় বিছানায় স্বামীকে গভীরভাবে জড়িয়েও ধরেছেন। ছবিটি দেখেই বুঝা যাচ্ছে নবদম্পত্তির মুহূর্তটা পুরোটাই রোমান্সে ঠাসা।  

ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করে আনুশকা মজার ক্যাপশনও দিয়েছেন। লিখেছেন, দম্পত্তির ভালোবাসার মুহূর্ত। ছবিটি ইনস্টাগ্রামে ছড়ানোর পর এক ঘন্টায় ৭ লাখ লাইক পড়ে।

আর বিরাট কোহলির পোস্টটিতে লাইক পড়ে ১২ লাখ।

দুজন যার যার জগতে ব্যস্ত সময় পার করছেন। বিরাট কোহলি খেলা নিয়ে আর আনুশকা শ্যুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। দুজনের দেখা হওয়ায় ভার। তাই তো আবেগ-রোমান্স যেন ধরে রাখতে পারেন নি দেখা হওয়ার পর। বেশ কয়েকদিন পর রোববার তাদের দেখা হয়। বিরাট ইন্ডিয়ান সুপার লিগের খেলা দেখে সোজা বাসায় ফিরেন। আর আনুশকা শুটিং ফেলে চলে আসেন স্বামীকে সঙ্গ দিতে। এরপর দুজন আবেগ-ভালোবাসায় নিজেদের আপন করে নেন।

এসময় তারা বেশ কিছু ছবিও তোলেন। আর সেই ছবি দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবির ক্যাপশনে বিরাট লিখেন, ‘চিলিং অ্যান্ড হাউ’।

সূত্র : এনডিটিভি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি