ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

আমের মধ্যে লুকিয়ে আছে টিয়া! দেখুন তো খুঁজে পান কি না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

নেটমাধ্যমে মাঝেমধ্যেই ‘ভাইরাল’ হয়ে যায় নানা ধরনের পোস্ট। কখন কিসে মেতে ওঠেন নেটাগরিকরা, তা আগে থেকে বলে দেওয়া মুশকিল। রঙ্গ রসিকতা ছাড়াও কখনও কখনও আবার হরেক ধরনের ধাঁধাতেও মেতে ওঠেন নেটাগরিকরা। সেই তালিকায় সংযোজন হল একটি টিয়া পাখি ও আমের ধাঁধা।

নেটমাধ্যমে ভাইরাল এই ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলি আম। আর তার মধ্যেই লুকিয়ে আছে ছোট্ট একটি টিয়া পাখি।

লালচে সবুজ আমগুলির মধ্যে হঠাৎ একেবারেই ধরা যায় না টিয়াটিকে। কারণ আর কিছুই নয়, টিয়া পাখিটির রং অবিকল আমগুলির মতোই। এমনকি, আকারের দিক থেকেও আমের মতোই ছোট টিয়াটি।

মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রয়েছে টিয়াটি। তাই পাখিটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে। আর যারা হাজার খুঁজেও দেখতে পাচ্ছেন না টিয়া পাখিটি, তাদের জন্য সবার শেষে রইল সমাধান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি