ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

আ.লীগের উপ প্রচার সম্পাদক হলেন আমিনুল ইসলাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩২, ২৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ২৩:৩৩, ২৬ ডিসেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের উপ প্রচার সম্পাদক হয়েছেন আমিনুল ইসলাম আমিন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমণ্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংবাদ সম্মেলনে উপ প্রচার সম্পাদক হিসেবে তার নাম ঘোষণা করেন।

ঘোষিত এই কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন অ্যাডভোকেট আফজাল হোসেন, শফিউল আলম চৌধূরী নাদেল।

এরআগে আওয়ামী লীগের সম্মেলনের দিনই প্রেসিডিয়াম সদস্য হিসেবে মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে স্বপদে বহাল রাখা হয়। পাশাপাশি প্রচার সম্পাদক থেকে পদোন্নতি পেয়ে যুগ্ম সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে রাঙ্গুনিয়ার সাংসদ ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদকে। 
একইভাবে পদোন্নতি দিয়ে উপ দপ্তর সম্পাদক থেকে দপ্তর সম্পাদক করা হয়েছে লোহাগড়ার সন্তান ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে। তবে আগের কমিটিতে চমক হিসেবে সাংগঠনিক সম্পাদকের পদ পাওয়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এবার বাদ পড়েন।

উল্লেখ্য, গত শুক্রবার ও শনিবার বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সম্পন্ন হয়। তৃণমূল থেকে বেড়ে উঠা এই নেতা বিগত কমিটিতে এই পদে দায়িত্ব পালন করেন।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি