ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

আ.লীগ নিষিদ্ধের প্রজ্ঞাপন পেলে সোমবার আনন্দ মিছিল: হাসনাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ১১ মে ২০২৫

Ekushey Television Ltd.

আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সরকারের সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখছি। আমাদের জানানো হয়েছে প্রজ্ঞাপন পরিপত্র জারি হবে আগামীকাল সোমবার। আমরা সোমবার প্রজ্ঞাপন নিয়ে আনন্দ মিছিল করব।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টায় শাহবাগে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

এসময় এনসিপির অন্যান্য নেতাদের পাশাপাশি ইসলামী ছাত্র শিবির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইনকিলাব মঞ্চ প্রভৃতি সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রজ্ঞাপন জারি পর্যন্ত আপনারা তাদেরকে পর্যবেক্ষণ করবেন। এর সঙ্গে সঙ্গে আপনারা এখন নিরাপদে যার যার বাসস্থানে ফিরে যাবেন। পরবর্তীতে আমাদের আবার রাস্তায় নামা লাগলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। 

ফ্যাসিবাদী শক্তি কোনোভাবেই মাথাচাড়া দিয়ে উঠলে জুলাই ঐক্যবদ্ধ শক্তি তা প্রতিহত করবে বলে উল্লেখ করেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, আমাদের তিনটা দাবি ছিল। আওয়ামী লীগের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে নিষিদ্ধকরণ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্তকরণ এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করা। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অন্তর্বর্তী সরকার কর্তৃক আজকে যে ঘটনা ঘটেছে এটা আমরা ইতিবাচক হিসেবে নিচ্ছি।

‘কারণ সরকার আজকে যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্তের মধ্যে দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে আওয়ামী লীগের দল হিসেবে বিচারে কোনো বিধান ছিল না। কিন্তু আজকে দল হিসেবে বিচার করার বিধান যুক্ত হয়েছে। এ ঘটনাগুলোকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি। তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয়।’

তিনি আরও বলেন, ‘বিগত সময় জুলাই ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তালবাহানা আমরা লক্ষ্য করেছি। এখানে গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রিতাও আমরা দেখেছি। শাপলা জুলাইসহ সকল গণহত্যার বিচার যেখানে তড়িৎ গতিতে হওয়ার কথা ছিল সেখানে আমরা দেখছি অনেক জুলাই আহতের মামলা নিচ্ছে না অনেক থানা। এখন কি দেশে বিভিন্ন প্রান্তে জুলাই যোদ্ধারা আওয়ামী সন্ত্রাসী দ্বারা হামলার শিকার হচ্ছে। এ বিষয়ে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ জানতে চাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই।’

এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে  রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত তৈরি হয়েছে। আমরা সুস্পষ্ট করে বলতে চাই দ্রুতগতিতে জুলাই ঘোষণাপত্রের স্পষ্ট রোড ম্যাপ ঘোষণা করতে হবে। একই সঙ্গে আওয়ামী লীগ যে নিষিদ্ধ ঘোষিত হলো সে নিষিদ্ধদের রোড ম্যাপ আমরা জুলাই ঘোষণাপত্রে দেখতে চাই। এর পাশাপাশি অন্তর্ভুক্তিকালীন সরকার যে নির্বাচনের ঘোষণা করবেন সে নির্বাচন ঘোষণার আগে আমরা বিচারের রোডম্যাপ দেখতে চাই।’

হুঁশিয়ারি দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী শক্তির নানা বিষয় দ্বন্দ্ব থাকলেও আওয়ামী লীগ প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। ফ্যাসিবাদী বিরোধের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। সুতরাং আওয়ামী লীগের চ্যাপ্টার ৫ই আগস্ট বন্ধ হয়ে গিয়েছে। সেটাকে আর ওপেন করার সুযোগ নাই। যখনই আপনারা রিফর্ম করার চেষ্টা করবেন তখনই এই জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তি আমরা সমন্বিতভাবে আপনাদের প্রতিরোধ করব।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি