ঢাকা, শনিবার   ১৩ ডিসেম্বর ২০২৫

আশুলিয়ায় অগ্নিকাণ্ডে ৬টি ঘর ভস্মীভূত, ক্ষতি পাঁচ লক্ষাধিক টাকার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ২১:১২, ১২ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

সাভারের আশুলিয়ার ইসলামনগর এলাকায় শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে অগ্নিকাণ্ডে ছয়টি টিনের ঘর ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে জিরাবো ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানান,এদিন বিকেল চারটার দিকে মনসুর আহমেদের বাড়িতে হঠাৎ আগুনের সূত্রপাত হলে তা দ্রুত পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আহমেদুল কবীর বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি