ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইউনিয়ন পরিষদ নির্বাচনেও রিজভীর অভিযোগ

প্রকাশিত : ১৫:২৮, ২৫ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৫:২৮, ২৫ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

তৃতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জাল ভোটের মহোৎসব চালিয়েছে ক্ষমতাসীনরা এমন অভিযোগ করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সোমবার দুপুরে নয়া দলের কেন্দ্রিয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। বলেন, তৃতীয় দফা নির্বাচনেও বিএনপির এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়া হয়েছে। হামলা মামলার স্বীকার হয়ে প্রার্থীদের ভোট বর্জনের চিত্র ছিল আগের মতই। সাধারন ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি উল্লেখ করে রিজভী বলেন, প্রধানমন্ত্রীর বক্তব্যোর পর ভোট কারচুপি আরও বেড়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি