ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬

ইসলামী আন্দোলনের জন্য জোটের দরজা খোলা রয়েছে : আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ১৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য জন্য এখনও জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ । 

শুক্রবার (১৬ জানুয়ারি)  রাতে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, এনসিপি আসন সমঝোতার শুরু থেকেই ৩০টি আসনের বিষয়ে বলে আসছে। এখনও তাই রয়েছে। এখন যেহেতু পরিস্থিতির পরিবর্তনে এসেছে তাই আসন বৃদ্ধির জন্য জোটের লিয়াজু কমিটিতে আলোচনা হবে।

তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকের সংবাদ সম্মেলনে জোট ছাড়ার পেছনে আদর্শিক কারণ উল্লেখ করেছেন। সেখানে এনসিপির কোনো ভূমিকা নেই।

তিনি বলেন, ইসলামী আন্দোলনের জন্য জোটে এখনও আলোচনার দুয়ার খোলা রয়েছে। আমরা আশা করছি, তারা জোটে ফিরবেন এবং আমরা একসঙ্গে নির্বাচনী বৈতরণী পাড়ি দেব।

এমআর//  


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি