ঢাকা, শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি সৌদি বাদশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৫, ১৬ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে রাজধানী রিয়াদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রয়্যাল কোর্টের বরাতে এ খবর জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)।  

এসপিএর তথ্য মতে, এর আগে ২০২৪ সালে ফুসফুসে প্রদাহজনিত সমস্যার কারণে চিকিৎসা গ্রহণ করেন। তবে এবারের স্বাস্থ্য পরীক্ষার কারণ সম্পর্কে রয়্যাল কোর্টের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। আপাতত তাকে কিং ফয়সাল স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর বাইরে আর কোনো তথ্য জানানো হয়নি।

বাদশাহ সালমান সৌদি আরবের সপ্তম শাসক। ২০১৫ সালে বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ইন্তেকালের পর সিংহাসনে আরোহণ করেন তিনি। এর আগে কয়েক দশক ধরে একাধিক সৌদি বাদশাহর ঘনিষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৩৫ সালে রিয়াদে জন্মগ্রহণ করা বাদশাহ সালমান তার প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন রিয়াদের প্রিন্সেস স্কুলে। পুত্রদের পড়াশোনার জন্য এই স্কুল প্রতিষ্ঠা করেন বাদশাহ আবদুল আজিজ। সেখানে তিনি ধর্মীয় ও আধুনিক শিক্ষার পাশাপাশি সম্পূর্ণ পবিত্র কুরআন মুখস্থ করেন।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি