ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঈদের পর রাজধানীমুখী জনস্রোত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৮ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঈদের পর ফিরতি জনস্রোত রাজধানীমুখী। মহাসড়কে তেমন চাপ না থাকলেও ফেরিঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। এদিকে, ভীড়ে ঠাসা ট্রেন হলেও কমলাপুর স্টেশনে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা।

ঈদের আনন্দ শেষে রাজধানীতে ফিরছে মানুষ। প্রধান প্রধান মহাসড়কে তেমন যানজট না থাকলেও, ফেরি পারাপারের জন্য ঘাটে আটকা পড়েছে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যানবাহন।

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। তবে, বাড়তি গাড়ির চাপে ঘাট এলাকা থেকে কয়েক মাইল পর্যন্ত দীর্ঘ লাইন তৈরি হয়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের।

মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটেও যানবাহনের বেশ চাপ। ঝক্কি এড়াতে ঢাকামুখী অনেক যাত্রী পার হচ্ছেন লঞ্চে। সময় বাঁচাতে কেউ কেউ বেছে নিচ্ছেন স্পিড বোট।

এদিকে, কমলাপুর স্টেশনে আসা সব ট্রেনেই উপচেপড়া ভিড়। দীর্ঘ যাত্রার পর নিরাপদে গন্তব্যে পোঁছাতে পেরে খুশি যাত্রীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি