ঢাকা, বুধবার   ২৯ অক্টোবর ২০২৫

উত্তরায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২৯ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর বিমানবন্দর মহাসড়ক উত্তরা বিএনএস সেন্টার এলাকায় চলন্ত বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান ঐ মোটর সাইকেল আরোহীকে চলন্ত বাস পিছন থেকে ধাক্কা মেরে ফেলে দিলে চলে যায়। দূর্ঘটনায় নিহত ব্যক্তির মাথায়  আঘাত লেগে প্রচুর রক্ত ক্ষরণ হয়। 

জানা যায়, বুধবার (২৯ অক্টোবর) দুপুর  আনুমানিক ৩ টার সময় বিএনএস সেন্টার ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উত্তরা পূর্বথানা পুলিশ ঘটনাস্থলে এসে ঐ ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। 

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ডিউটি অফিসার বলেন,আহত ব্যক্তিকে রক্তাক্ত অবস্থা উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। চিকিৎসারত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম ঠিকানা এখনো পাওয়ার যায় নি বলেও জানান  তিনি। 

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি