ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি​

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ২০ এপ্রিল ২০২৫ | আপডেট: ২১:০৭, ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলমকে পদত্যাগ দাবি জানিয়েছেন। একই সঙ্গে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করেন তিনি।

তিনি বলেন, সরকারের নিরপেক্ষতা বজায় রাখতে এই দুই উপদেষ্টার পদত্যাগ করা প্রয়োজন। ​

নুর আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারে ছাত্রনেতাদের অন্তর্ভুক্তি হলেও, তাদের মধ্যে একজন ইতোমধ্যে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। এ অবস্থায় বাকি দুই উপদেষ্টার সরকারে থাকা নৈতিকতা বিবর্জিত। ​

গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে, ১৫ দিনের মধ্যে এই দুই উপদেষ্টার পদত্যাগ না হলে, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। ​

নুর আরও বলেন, আন্দোলনের পরিচিত মুখ থেকে সরকারে প্রতিনিধিত্বকারী ছাত্ররা রাজনৈতিক দল গঠন করেছে, যা জনগণের সঙ্গে প্রতারণা। এছাড়া দেশের বিভিন্ন স্থানে বৈষম্যবিরোধী ছাত্রনেতাদের অনেকের নানাবিধ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এর অনেকগুলো পত্রিকায় প্রকাশিত হয়েছে। 

তিনি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন বা জুলাই গণঅভ্যুত্থান কোনো একক সংগঠন বা নেতৃবৃন্দের দ্বারা সংগঠিত হয়নি। এটি ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত ও সম্মিলিত প্রচেষ্টায় সংগঠিত হয়েছে। কাজেই এটি নিয়ে কোনো বিভ্রান্তিমূলক বয়ান তৈরি করা উচিত নয়।​

গণঅধিকার পরিষদের নেতারা সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন, যাতে বিতর্কিত ব্যক্তিদের অপসারণ করে সরকারের নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। 

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি