ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২২ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ২০:২৫, ২২ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি গোষ্ঠী নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন জায়গায় হামলা করেছে। তবে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।’
আজ শনিবার দুপুরে ফার্মগেট আইডিয়াল ল কলেজে আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘অন্যান্য নির্বাচনের তুলনায় একাদশ সংসদ নির্বাচনে সহিংসতার মাত্রা কিছুটা বেশি।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কয়েকজন জেলা প্রশাসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে এর রহস্য জানা যাবে।’
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি