ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

এফআর টাওয়ারের আগুনে নিহত ২৫, আহত ৭৩

প্রকাশিত : ১০:৩৮, ২৯ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৪৩, ২৯ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আগুনে এখন পর্যন্ত ২৫ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ২৪টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন গুলশান জোনের ডিসি মোস্তাক আহমেদ।  একইসঙ্গে তিনি জানান, এই ঘটনায় আহত ৭৩ জনের বিভিন্ন হাসপতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বনানীর আগুন লাগা ভবনের সামনে ব্রিফিংয়ে তিনি একথা জানান।

কেউ নিখোঁজ আছেন কিনা জানতে চাইলে মোস্তাক বলেন, ‘মরদেহ হস্তান্তরের পরে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। ফলে, মনে করছি, এখন আর কেউ নিখোঁজ নেই।’ তিনি বলেন, ‘এখন পর্যন্ত ভবনের ভেতরে অভিযান কার্যক্রম চালাচ্ছে ফায়ার সার্ভিস। তাদের কার্যক্রমে আমরা সার্বিক সহযোগিতা করছি।

মোস্তাক বলেন, ‘ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবন হস্তান্তর করবে। তখন আমরা ভবনের দায়িত্ব নিয়ে আইন অনুযায়ী কাজ করব। তিনি আরও বলেন, ‘ফায়ার সার্ভিস আমাদের কাছে ভবন হস্তান্তর করলে আমাদের ২১টিম কাজ শুরু করবে। সেখানে এসআইসহ পুলিশ সদস্যরা থাকবেন।

গুলশান জোনের ডিসি বলেন, ‘ভবনে যাদের অফিস আছে, তাদের চিহ্নিত করব। তাদের সঙ্গে কথা বলব। কারণ, ভেতরে প্রচুর সম্পদ রয়েছে, সেগুলো হস্তান্তরের বিষয় রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এফআর টাওয়ার ভবনের কাঁচগুলো ভেঙে পড়ছে। এজন্য নিরাপত্তার স্বার্থে ভবনের সামনে-পেছনের সড়ক বন্ধ রাখা হয়েছে। বিশেষজ্ঞদেরর সঙ্গে কথা বলে ভবনের কাঁচের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

এফআর ভবনের মালিকের পরিচয় সম্পর্কে মোস্তাক জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনটি রূপায়ন গ্রুপের, মালিক ইঞ্জিনিয়ার ফারুক।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বনানীর ২১তলা এফআর টাওয়ারে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট সন্ধ্যা ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে এখন পর্যন্ত ২৫ জন নিহত ও রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ভর্তি আছেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি