ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

এফ আর টাওয়ার অগ্নিকাণ্ডে আহত ১ জনের মৃত্যু

প্রকাশিত : ১৯:৩৮, ৩০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে গুরুতর আহত আবু হেনা মোস্তফা কামাল (৪১) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। এনিয়ে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৬ জনে।

বৃহস্পতিবার এই বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জন নিহত হন। আহত অবস্থায় অর্ধ-শতাধিক জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

জানা গেছে, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে একজনের মৃত্যু হয় বলে ডিএমপির গুলশান বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহমেদ জানিয়েছেন।

এই ব্যক্তির নাম আবু হেনা মোস্তফা কামাল (৪১)। তিনি এফ আর টাওয়ারের ১১ তলার ট্রাভেল এজেন্সি হেরিটেজ এয়ার এক্সপ্রেসে সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি