ঢাকা, মঙ্গলবার   ১৩ জানুয়ারি ২০২৬

এবার ডেঙ্গুতে ইডেন কলেজছাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৯, ৫ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ইডেন মহিলা কলেজের ইভা আক্তার (২৪) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল রোববার রাতে ঢাকার মুগদা ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইভার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে। তার বাবার নাম খালেক মোল্লা। নদী ভাঙার কারণে তিনি বাবা-মা ও বড় বোনের সঙ্গে ঢাকার আহম্মদবাদে থাকতেন। তিনি ইডেন মহিলা কলেজের স্নাতকোত্তর শ্রেণির ছাত্রী ছিলেন। 

ইভার ফুপাতো ভাই মো. ফাহিম শেখ বলেন, গত মঙ্গলবার থেকে ইভার জ্বর ছিল। পরের দিন বুধবার ইভাকে ঢাকার মুগদা ক্লিনিকে ভর্তি করা হয়। রক্ত পরীক্ষার মাধ্যমে জানা যায়, তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত। ওই ক্লিনিকে ভর্তি রেখেই তাঁর চিকিৎসা চলতে থাকে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। আজ সোমবার সকাল ১০টার দিকে টঙ্গিবাড়ীর হসাইল গোরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি