ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ সোসাইটির আয়োজনে ফ্রি ডেন্টাল ক্যাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৩, ২ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

এসএসসি ৯৬ এইচএসসি ৯৮ সোসাইটির আয়োজনে ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (২ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর ফার্মগেটের পিএন্ডপি ডেন্টাল সার্জারিতে ডেন্টাল ক্যাম্প উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার হাফিজ খান। রাত ৮টা পর্যন্ত সদস্যদের জন্য আয়োজিত ক্যাম্প পরিচালনা করেন ডা. জাহিদ হোসেন। 

ক্যাম্পে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্যকে প্রবেশের সময় রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রোগ্রামের দুটি করে কুপন দেয়া হয়। চিকিৎসা কুপন দিয়ে ডেন্টাল কনসালটেন্সি নেন সোসাইটর সদস্যরা। অপর কুপন জমা দিয়ে সোসাইটির পক্ষ থেকে সৌজন্য উপহার গ্রহণ করেন সদস্যরা। 

দাতব্য এই ডেন্টাল প্রোগ্রামকে সফল করার জন্য বন্ধুদের ধন্যবাদ জানিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আল মাসুদ খান।  

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি