ঢাকা, মঙ্গলবার   ১২ আগস্ট ২০২৫

ওবায়দুল কাদের সাইকোপ্যাথ, হাসিনা রক্তখেকো: শিবির সভাপতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫১, ১১ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ওবায়দুল কাদেরের মতো সাইকোপ্যাথ এই রাষ্ট্রের পলিসি মেকার ছিল। হাসিনার মতো রক্তখেকো আমাদের রাষ্ট্রপ্রধান ছিলেন। 

তিনি বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থান’ হঠাৎ করে হয়নি। মমতাজ-ওবায়দুল কাদেরের মতো পলিসি মেকার এবং শেখ হাসিনার মতো রক্তখেকোর রাজনীতি কবর দেওয়ার জন্যই চব্বিশ হয়েছে। আমরা চাই আমাদের নেতারা হবেন দেশপ্রেমিক, সৎ। অর্থলোভী হবেন না।’

সোমবার (১১ আগস্ট) দুপুরে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে ভালো মানুষ পলিসি মেইক করলে এত দুর্দশা হতো না। মমতাজের মতো ব্যক্তি আমাদের আইন প্রণেতা। বিগত সময়ের এমপিরা সংসদে গিয়ে কী করতো, সেটা আমরা দেখেছি। গান গাইতো, সংসদ কি গান গাওয়ার জায়গা? গান গাওয়ার জন্য আপনি শিল্পকলায় যান, কালচারাল প্রোগ্রামের আয়োজন করেন। আমার দেশের মানুষের এত কষ্টে উপার্জিত কোটি কোটি টাকা ব্যয় করে আপনি বিনোদন করছেন সংসদে, আমরা সেটা দেখেছি। চেতনার কথা বলে বলে আমাদের অর্থনীতি ধ্বংস করা হয়েছে।’

তিনি বলেন, ‘আমরা দেখেছি- মমতাজ ও ওবায়দুল কাদেরের মতো সাইকোপ্যাথ আমাদের রাষ্ট্রের পলিসি মেকার।’ 

কিছু দল ছাত্রশিবির নিয়ে প্রোপাগান্ডা ও বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে জাহিদুল ইসলাম বলেন, ‘আমাদের নামে নানা ট্যাগ দেওয়া হচ্ছে। যারা দিচ্ছে তাদের নিজেদের কোনো এজেন্ডা নাই। সে নিজে কী করতে চায় সেটা নিয়ে কোনো কথা নাই। সারাক্ষণ শুধু অপর দলকে কীভাবে নাকানিচুবানি খাওয়ানো যায়, সেই ধরনের বক্তব্য দিয়ে বেড়ায়। এই ধরনের পলিটিক্স আমরা চাই না। এই ধরনের পলিটিক্সের কবর রচনার জন্য চব্বিশ রচিত হয়েছে। এ ধরনের পলিটিক্সকে কবর দেওয়ার জন্য আমার ভাই আবু সাঈদ জীবন দিয়েছে।’

জুলাই অভ্যুত্থানে চট্টগ্রামের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে বীর চট্টগ্রামের সাহসী ভূমিকা আন্দোলনে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে।  

ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহীম হোসেন রনির সভাপতিত্বে ও সেক্রেটারি মাইমুনুল হক মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, শিবিরের কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দীন আবির, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালী এবং চবি শিবির সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য দেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি