ঢাকা, শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫

ওসমান হাদির জন্য ‘বি নিগেটিভ’ রক্ত দরকার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ১২ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জন্য ‘বি নেগেটিভ’ গ্রুপের রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন তার অনুসারীরা।

তারা বলছেন, ঢাকা মেডিকেলের ইমারজেন্সিতে থাকা হাদির প্রচুর রক্তক্ষরণ হয়েছে। চিকিৎসকেরা ‘বি নেগেটিভ’ রক্ত যোগাড় করতে বলেছেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন হাদি। রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের দপ্তর থেকে জানানো হয়- তিনি আশঙ্কাজনক অবস্থায় আছেন, গুলিটি এখনো তার মাথার ভেতরেই রয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি