ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

করোনায় প্রতিদিন মারা যাচ্ছে ১ হাজার ভারতীয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৭, ২ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৯:৪৫, ২ সেপ্টেম্বর ২০২০

পশ্চিমবঙ্গের কলাকাতা থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্য এক শিশুর নমুনা সংগ্রহ করা হচ্ছে- রয়টার্স

পশ্চিমবঙ্গের কলাকাতা থেকে কোভিড-১৯ পরীক্ষার জন্য এক শিশুর নমুনা সংগ্রহ করা হচ্ছে- রয়টার্স

Ekushey Television Ltd.

প্রায় পাঁচ দিন ধরে ৭৫ থেকে ৭৮ হাজারের গণ্ডিতে ঘোরাফেরা করার পর আশা জাগিয়ে গতকাল মঙ্গলবার ৭০ হাজারের নীচে নেমেছিল ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে আজ বুধবার তা আবার ৭৮ হাজারের বেশি হয়েছে। পাশাপাশি দৈনিক মৃত্যুও আজ ফের ১ হাজার ছাড়াল। সংক্রমণ হার অবশ্য ৭ শতাংশেই আটকে রয়েছে। খবর ভয়েস অব আমেরিকা’র। 

গত ১ দিনে ভারতে করোনা পরীক্ষা হয়েছে ১০ লাখের বেশি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ৭৮ হাজার ৩৫৭ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্ত হলেন ৩৭ লাখ ৬৯ হাজার ৫২৩ জন। প্রতিদিন যে সংখ্যক মানুষের পরীক্ষা হচ্ছে তার মধ্যে যত শতাংশের কোভিড রিপোর্ট পজিটিভ আসছে সেটাকেই বলা হচ্ছে পজিটিভিটি রেট বা সংক্রমণের হার।

গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমণ হার ৭.৭৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় পরীক্ষা হয়েছে ১০ লাখ ১২ হাজার ৩৬৭ জনের। যা গতকালের থেকে প্রায় ৬০ হাজার বেশি। গত একদিনে প্রাণহানি ঘটেছে ১ হাজার ৪৫ জনের। এ নিয়ে দেশটি ৬৬ হাজার ৩৩৩ জন মারা গেছে। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি