কলকাতার আড্ডায় গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর
প্রকাশিত : ২১:১৯, ২২ এপ্রিল ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতাকর্মীরা। এর মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন পার্শ্ববর্তী দেশ ভারতে।
এদের অধিকাংশই কলকাতায় বিলাসী জীবন যাপন করছেন। তাদের মধ্যে সাবেক প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদের থেকে শুরু করে গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম রয়েছেন।
সম্প্রতি কলকাতায় এক আড্ডায় মেতে থাকতে দেখা গেছে জাহাঙ্গীর আলমকে।
জানা গেছে, কলকাতায় বিলাসী জীবন যাপন করছেন আওয়ামী লীগের পলাতক সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও কেন্দ্রীয় অনেক নেতা।
এদের মধ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের থাকছেন কলকাতার অভিজাত রাজারহাট নিউটাউন এলাকায়। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও কলকাতা নিউটাউন এলাকায় আয়েশি জীবন যাপন করছেন।
এছাড়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও কলকাতার রাজারহাট নিউটাউনের মতো ধনাঢ্য এলাকায় ফ্ল্যাট ভাড়া করে থাকছেন।
এএইচ
আরও পড়ুন