ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

কলাবাগানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২, ২২ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর কলাবাগানে হোটেল ক্যাফে আলবা্রাকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তারা।

দগ্ধরা হলেন, সরোয়ার হোসেন (১৬), মো. তামিম (১৭), মো. রায়হান (১৫) ও মোহাম্মদ ফয়সাল (১৫)।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কলাবাগান একটি হোটেল থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারজন দগ্ধ হয়ে বার্নে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে। তাদের কত শতাংশ পুড়েছে এখনো জানা যায়নি। বিস্তারিত পরে জানা যাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি