ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

কাল থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৬, ৩০ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১১:০৪, ৬ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা”। বাইকারদের জন্য বিশেষভাবে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশে ইয়ামাহার একমাত্র অনুমোদিত ডিস্ট্রিবিউটর এসিআই মটরস।

বিগত এক বছরের মধ্যে বাইকারদের জন্য এসিআই এর এটি তৃতীয় ইভেন্ট। এর আগের দুইটি ইভেন্ট ছিলো ঢাকা বাইক কার্নিভাল এবং ইয়ামাহা প্রেজেন্টস স্বাধীনতার শপথ। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে আয়োজিত হবে এই ইভেন্ট। এ বিষয়ে এসিআই মটরসের পক্ষ থেকে জানানো হয়, বাইকারদের নিয়ে, বাইকারদের জন্য এবং বাইকারদের মাধ্যমে নিজেদের ব্রান্ডকে প্রসারিত করার অংশ হিসেবে আয়োজন করা হচ্ছে এই ইভেন্ট। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে আর কোন মোটর বাইক ব্র্যান্ড বাইকারদের নিয়ে এভাবে কাজ করেনি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, গীনিজ ওয়ার্ল্ড রেকর্ডে অংশ গ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরন, টেস্ট-রাইড, জিমখানা, ডি.জে., কনসার্ট, ড্যান্স ইত্যাদি নানান কিছু থাকছে এই ইভেন্টের অংশ হিসেবে।

চলতি বছরের ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে এক হাজার ২৫৭টি মোটর সাইকেল দিয়ে ইয়ামাহার সর্ববৃহৎ লোগো তৈরী করে বিশ্বরেকর্ড গড়ে বাংলাদেশ। এর আয়োজক ছিল এসিআই মোটরস্ লিমিটেড। "ইয়ামাহা প্রেজেন্টস” স্বাধীনতার শপথ  ইভেন্টে অংশগ্রহণকারী মোটর সাইকেলিস্টদের গীনিজ ওয়ার্ল্ড রেকর্ডেওর সার্টিফিকেট প্রদান করা হবে  “ইয়ামাহা রাইডিং ফিয়েস্তা” আয়োজনের বিশেষ অংশ।

আগামী তিন দিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই সনদ প্রদান করা হবে। ইতোমধ্যে সকল অংশগ্রহণ কারীদের এসএমএস- এর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেওয়া হয়েছে। এসএমএস না পেয়ে থাকলে যে মোবাইল নাম্বার দিয়ে উক্ত প্রোগ্রামে রেজিস্ট্রেশন করা হয়েছিল সেটি সাথে নিয়ে যেতে বলা হয়েছে বাইকারদের। এই ইভেন্টের মূল ফোকাস পয়েন্ট টেস্ট রাইড বলা যেতে পারে। আর নতুন আকর্ষন হিসেবে থাকছে জিম খানা রাইডিং। ইয়ামাহা আর১৫ ভার্সন ৩.০, ইয়ামাহা এফ-জেড এস ডাবল ডিস্ক এবং ইয়ামাহার স্কুটার গুলোর টেস্ট রাইড করা যাবে এই প্রোগ্রামে।

ড্রাইভিং লাইসেন্স পরিক্ষার ফিল্ড টেস্টে এক ধরনের জিকজ্যাক পাড় হতে হয়। মূলত জিমখানায় এমন ধরনের বেশ কিছু জিকজ্যাক মডেল থাকে যেগুলো ড্রিল স্কিল বাড়ানোর জন্য বেশ কার্যকরী। বিশ্বের অনেক দেশের জিমখানা একটি জনপ্রিয় মোটর স্পোর্টসও বটে। টেস্ট-রাইড এবং জিমখানায় অংশ গ্রহনের জন্য বাইকারদেরকে আগে থেকেই অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। জিমখানায় অংশগ্রহণকারীদের অংশগ্রহণের পূর্বে ড্রাইভিং স্কীল টেস্ট করা হবে।

এসবের পাশাপাশি থাকছে ইয়ামাহা রাইডার ক্লাব, দেশি বাইকার ডটকম এবং বাইক বিডির স্টল। থাকছে বাইকার ক্যাফে, ইয়ামাহার মোটর সাইকেলের ডিসপ্লে, ফটো বুথ ইত্যাদি।

এসবের পাশাপাশি প্রতিদিন থাকছে বিভিন্ন ধরণের বিনোদনমূলক কর্মসূচি যেমন কনসার্ট, ডি.জে, ড্যান্স ইত্যাদি। মূল প্রোগ্রামগুলো প্রতিদিন বিকেল ৪টা হতে সন্ধ্যা ৭টা অনুষ্ঠিত

//এস এইচ এস//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি