ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

কিংবদন্তী শিল্পী মো.  হাশেম আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪২, ২৩ মার্চ ২০২০

শিল্পী অধ্যাপক মোঃ  হাশেম

শিল্পী অধ্যাপক মোঃ  হাশেম

Ekushey Television Ltd.

আঙ্গো বাড়ি নোয়াখালী রয়াল ডিস্টিকসহ অজস্র- জনপ্রিয় গানের গীতিকার  সুরকার ও নোয়াখালীর আঞ্চলিক গানের সম্রাট, কিংবদন্তী শিল্পী অধ্যাপক মোঃ  হাশেম আর নেই। 

সোমবার দুপুর দুইটার দিকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি থাকা অবস্থায় মারা যান তিনি।

এরআগে গত বুধবার রাত ১১টায় তাঁকে রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সম্প্রতি তিনি স্ট্রোক করেছেন। এরপর ডাক্তাররা জানান, তার অবস্থা ক্রিটিক্যাল।

নোয়াখালীর আঞ্চলিক ভাষায় অসংখ্য জনপ্রিয় গান লিখেছেন শিল্পী আবুল হাশেম। শুধু আঞ্চলিক ভাষায় নয়; তিনি অনেক পল্লীগীতি ও আধুনিক গানের রচয়িতাও বটে। তার উল্লেখযোগ্য গানগুলো হচ্ছে, ‘আঙ্গো বাড়ি নোয়াখালী,রয়েল ডিস্ট্রিক্ট ভাই’, ‘রিকশাওয়ালা কুচকাই চালা ইস্টিসন যাইয়ুম’, ‘আবারো দিন আইবো, বাঙালি গান গাইবো,চান্নি হর ,কিয়ের ডর?চোখগা মেলিচা’, ‘আল্লায় দিছে বল্লার বাসা নোয়াখাইল্লা বাডি’


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি