ঢাকা, রবিবার   ২১ ডিসেম্বর ২০২৫

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৩, ২১ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জাকারিয়া তাহের সুমনকে সভাপতি ও আশিকুর রহমান মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়।

শনিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এ সংক্রান্ত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওই কাউন্সিলে নির্বাচিত আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হয়।’

আংশিক পূর্ণাঙ্গ কমিটিতে সাবেক সংসদ সদস্য ও আগামী সংসদ সদস্য নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী জাকারিয়া তাহের সুমনকে সভাপতি, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি মো. আমিরুজ্জামান সিনিয়র সহ-সভাপতি, কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ভিপি আশিকুর রহমান মাহমুদ (ভিপি ওয়াসিম) সাধারণ সম্পাদক, কুমিল্লা চৌদ্দগ্রাম থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. কামরুল হুদা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং কুমিল্লা অজিতগুহ কলেজের সাবেক এজিএস মো. নজরুল হক ভূইয়া স্বপন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি যথাশিগগিরই ঘোষণা করা হবে বলে দলের বিজ্ঞপ্তিতে বলা হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি