ঢাকা, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬

কোর্ট রিপোর্টার্স ইউনিটির সভাপতি লিটন, সাধারণ সম্পাদক মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৭ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি-২০২৬ ঘোষণা হয়েছে।

আগামী এক বছরের জন্য গঠিত এই কমিটিতে ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার লিটন মাহমুদকে সভাপতি ও বিডি নিউজ টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মামুন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে সংগঠনটির কার্যালয়ে এক সাধারণ সভায় সংগঠনের উপদেষ্টা অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার ও প্রতিষ্ঠাতা সভাপতি হাসিব বিন শহিদ স্বাক্ষরিত এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি পদে দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে কালের কণ্ঠের নিজস্ব প্রতিবেদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক পদে দ্য বিজনেস স্টান্ডার্ডের নিজস্ব প্রতিবেদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক পদে যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মহিউদ্দিন খান রিফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কালবেলার নিজস্ব প্রতিবেদক রকি আহমেদ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক পদে স্টার নিউজের নিজস্ব প্রতিবেদক মো. তসলিম হোসেন (রনি)।

এ ছাড়া বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক অ্যাডভোকেট খাদেমুল ইসলাম ও দৈনিক জনবাণীর সিনিয়র রিপোর্টার আজহারুল ইসলাম সুজনকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত করা হয়েছে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি