ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

খালেদাকে বেসরকারি হাসপাতালে নিতে বিএনপির স্মারকলিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৬, ১৪ জুন ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং ইউনাইটেড হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার দাবিতে আজ বৃহস্পতিবার ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বিএনপি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, ঢাকা জেলা সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খানের কাছে এই স্মারকলিপি দেন।

সালাম আজাদ বলেন, আমরা আজকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে অবিলম্বে তাকে ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছি।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজার রায়ের পর থেকে খালেদা জিয়া পুরনো ঢাকার কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

আজ বৃহস্পতিবার ঢাকা ছাড়াও প্রত্যেকটি জেলায় স্থানীয় নেতারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ছিল।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি