ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

খিলগাঁওয়ে পুলিশের সোর্স খুন

প্রকাশিত : ১৩:৫৯, ১১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর খিলগাঁওয়ে ইট দিয়ে আঘাত করে ওহাব (৪০) নামে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে। নিহত ওহাব পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান। সোমবার দুপুরে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার দিনগত রাত ১১টার দিকে খিলগাঁওয়ের গোড়ান এলাকার শান্তিপুর স্কুলের পেছনের মাঠে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

ওসি মশিউর রহমান জানান, রোববার রাতে বেশ কয়েকজন ব্যক্তি মিলে ওহাবের মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে ওহাব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মধ্যরাতের ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি