ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকী আজ 

প্রকাশিত : ০৯:০১, ১৬ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:০৯, ১৯ মার্চ ২০১৯

মুক্তিযোদ্ধা, ভাষাসংগ্রামী ও বিএনপির সাবেক মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ শনিবার। ২০১১ সালের এই দিনে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

১৯৩৩ সালে ১ ফেব্রুয়ারি খোন্দকার দেলোয়ার হোসেনের জন্ম হয় মানিকগঞ্জের পাচুরিয়ায়। ২০০৭ সালে ৩ সেপ্টেম্বর বিএনপির রাজনৈতিক চরম ক্রান্তিকালে মহাসচিব নিযুক্ত হন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি, অঙ্গ-সহযোগী সংগঠন এবং খন্দকার দেলোয়ার হোসেন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এর মধ্যে আজ নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১১টায় বিএনপির উদ্যোগে এবং মরহুমের নিজ বাড়ি মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাচুরিয়ায় পারিবারিকভাবে বাদ জোহর তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া আগামী সোমবার সংগঠনের উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক বাণীতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রয়াত খোন্দকার দেলোয়ার হোসেন একজন দৃঢ়চেতা, আদর্শবান রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত থাকবেন।’

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি