গণপূর্ত কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ গণপূর্ত ঠিকাদার সমিতির
প্রকাশিত : ১৬:৫৭, ১৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৭:১৫, ১৭ ডিসেম্বর ২০২৫
গণপূর্ত অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ চক্র কর্তৃক অসত্য ও মানহানিকর বক্তব্য প্রদান এবং উদ্দেশ্যপ্রণোদিত মানববন্ধনের প্রতিবাদ জানিয়েছে গণপূর্ত ঠিকাদার সমিতি।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন গণপূর্ত ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক হাওলাদার। তিনি বলেন, “বাংলাদেশ ঠিকাদার সমিতির নাম ব্যবহার করে জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। যারা এসব করছে, তারা প্রকৃত অর্থে গণপূর্ত ঠিকাদার সমিতির কেউ নয়। অসৎ উদ্দেশ্যেই তারা এসব কর্মকাণ্ড পরিচালনা করছে।”
তিনি আরও বলেন, “গণপূর্ত ঠিকাদার সমিতি একটি সারাদেশব্যাপী বিস্তৃত ও সংগঠিত প্রতিষ্ঠান। এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা সবাই গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্ত প্রথম শ্রেণীর ঠিকাদার। অথচ যারা আজ অভিযোগ করছে, তারা কেউই ঠিকাদার নয়। ভবিষ্যতে যদি তারা আবার মানববন্ধনের নামে বিভ্রান্তি ছড়াতে আসে, তাহলে গণমাধ্যমকর্মীদের কাছে অনুরোধ থাকবে—তাদের পরিচয় যাচাই করবেন। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। গণপূর্ত অধিদপ্তরে আমাদের সমিতির নিজস্ব অফিস রয়েছে।”
প্রতিবাদ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত ঠিকাদার সমিতির সহ-সভাপতি আবু রায়হান, সিটি ডিভিশনের ঠিকাদার সমিতির সভাপতি মিজানুর রহমান খোকন, ঢাকা গণপূর্ত বিভাগের ২ নম্বর ডিভিশনের সভাপতি আশরাফসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, গণপূর্ত অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এসব অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
এমআর//
আরও পড়ুন










