ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

গণভবনে পৌঁছেছেন জাতীয় পার্টির নেতারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ৫ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৯:০৭, ৫ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন সরকার দলের প্রধান ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সঙ্গে সংলাপে অংশ নিতে গণভবনে পৌঁছেছেন জাতীয় পার্টির সম্মিলিত জাতীয় জোটের নেতারা। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে পৌঁছেছেন। সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাপার ৩৩ জন নেতা উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।


সংলাপে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়াও ‍আরও যারা অংশ নেবেন- পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, এমএ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, অধ্যাপক দেলোয়ার হোসন খান। সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, মজিবুল হক চুন্নু, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী।

মসিউর রহমান রাঙা, আজম খান, সোলায়মান আলম শেঠ, আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, শামীম হায়দার পাটোয়ারী। জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, নুরুল ইসলাম ওমর, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এমএ মান্নান, মহাসচিব এমএ মতিন, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাহফুজুল হক, যুগ্ম মহাসচিব জালাল আহমেদ, জাতীয় ইসলামী মহাজোটের চেয়ারম্যান আবু নাসের ওয়াহেদ ফারুক, বিএনএর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি।

সংলাপ শেষে পার্টির শীর্ষ নেতারা রাতেই জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপের বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন বলেও জানা গেছে।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি