ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

গুপ্তধনের সন্ধানে সেই বাসায় খোঁড়াখুঁড়ি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৫, ২১ জুলাই ২০১৮ | আপডেট: ১৪:২৩, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর মিরপুরের একটি বাড়িতে গুপ্তধন আছে- এমন সন্দেহের ভিত্তিতে বাড়িটিতে খোঁড়াখুঁড়ির কাজ চলছে।

আজ শনিবার বেলা সাড়ে ১০টার দিকে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে খনন কাজ শুরু করে মিরপুর থানা পুলিশ।

এলাকায় জনশ্রুতি আছে যে, বাড়িটির মাটির নিচে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র রয়েছে। তাই বেশ কিছুদিন ধরে সেখানে সার্বক্ষণিক পাহারা বসিয়েছে পুলিশ। মিরপুরের ১০ নম্বর সেকশনের সি ব্লকের ১৬ নম্বর সড়কের ১৬ নম্বরের এই বাড়িটি দুই কাঠা জমির ওপর প্রতিষ্ঠিত। বর্তমানে বাড়িতে কোনো ভাড়াটিয়া নেই।

জানা গেছে, বাড়িটির আগের মালিক ছিলেন একজন পাকিস্তানি। তার দেওয়া তথ্যমতে, সেখানে গুপ্তধন আছে বলে জানতে পারেন বাড়ির বর্তমান মালিক দাবিদার মনিরুল আলম।

তিনি গত ১৪ জুলাই তিনি মিরপুর থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এরই ধারাবাহিকতায় আজ সেখানে মাটি খনন শুরু হয়।



/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি