ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

গয়েশ্বরকে দেখতে গেলেন নসরুল হামিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৩, ২৬ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৭:০৩, ২৬ ডিসেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের বিএনপি প্রার্থী গয়েশর চন্দ্র রায়কে দেখতে গেছেন একই আসনের আওয়ামী লীগ প্রার্থী বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে আহত গয়েশ্বরকে দেখতে তার নয়াপল্টনের অফিসে যান প্রতিমন্ত্রী।
এ সময় নসরুল হামিদ বিপু বলেন, ‘গয়েশ্বরের ওপর হামলার ঘটনায় তিনি মর্মাহত। এ ধরনের ঘটনা কাম্য নয়।’

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর অদূরে কেরানীগঞ্জের চুনকুটিয়া চৌরাস্তায় নির্বাচনী গণসংযোগকালে হামলায় রক্তাক্ত হন গয়েশ্বর চন্দ্র রায়। পরে রাত ৮টার দিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে যোগ দেন তিনি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি