ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে মাজার জিয়ারত করলেন ড. কামাল-ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ২৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:২০, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে জোটের উর্ধ্বতন নেতারা বন্দরনগরী চট্টগ্রামে পৌঁছেই হযরত শাহ আমানতের (র) মাজার জিয়ারত করেছেন। শনিবার সকাল ১০টায় চট্টগ্রাম পৌঁছেছেন তারা।

সূত্র জানিয়েছে, শুক্রবার রাতেই জনসমাবেশের মঞ্চ তৈরির কাজ শেষ হয়। আজ শনিবার বেলা ১১টার পর থেকে সভাস্থলে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দুপুর ২টা থেকে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়।

নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন বলেন, লালদীঘির মাঠে ঐক্যফ্রন্টের সমাবেশ করার জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রশাসন লালদীঘি মাঠের পরিবর্তে আমাদের নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে। সে অনুসারে আমরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি।

সিএমপির কমিশনার মোহাম্মদ মাহাবুবুর রহমান জানান, কিছু শর্ত দিয়ে ঐক্যফ্রন্টকে জনসভার অনুমতি দেওয়া হয়েছে। মিছিল নিয়ে জনসভায় না আসা, বিকেল ৫টার মধ্যে জনসভা শেষ করাসহ বেশকিছু শর্ত দেওয়া হয়েছে। কোনও ধরনের ব্যত্যয় ঘটলে তার দায় দায়িত্ব তাদের ওপর বর্তাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি