খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনায় জাবিতে যজ্ঞানুষ্ঠান
প্রকাশিত : ২২:৫০, ৮ জানুয়ারি ২০২৬
প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মনে করতেন—এ দেশে মানুষ যে ধর্মেই বিশ্বাসী হোক না কেন, কিংবা যে গোত্র ও বর্ণেরই হোক না কেন, সবাইকে ভালো না রেখে দেশ ও দেশের মানুষ ভালো থাকতে পারে না। এ কারণেই তিনি প্রকৃত অর্থে একজন দেশনেত্রী—বলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে প্রয়াত বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত যজ্ঞানুষ্ঠান ও প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, অসাম্প্রদায়িক চেতনায় বেগম খালেদা জিয়া যে পথ দেখিয়ে গেছেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সেই পথ অনুসরণ করবে। তিনি প্রয়াত এই নেত্রীর আত্মার শান্তি কামনা করেন।
অনুষ্ঠানে কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক ও কর্মকর্তা দেবব্রত পাল দেবুর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপির সহ পরিবার ও কল্যাণবিষয়ক সম্পাদক ডা. দেওয়ান সালাউদ্দিন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জাকসুর ভিপি ও জিএস, ছাত্রদল নেতৃবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমআর//
আরও পড়ুন










