ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চ্যাটজিপিটি ‘হ্যাক’ করেছে নিউ ইয়র্ক টাইমস, দাবি ওপেনএআইয়ের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের আলোচিত প্রতিষ্ঠান ওপেনএআই আদালতে তাদের বিরুদ্ধে করা নিউ ইয়র্ক টাইমসের কপিরাইট বা মেধাস্বত্ব লঙ্ঘনের মামলাটি খারিজ করতে বলেছে। ওপেনএআইয়ের দাবি, মামলার জন্য বিভ্রান্তিকর প্রমাণ তৈরি করতে সংবাদমাধ্যমটি চ্যাটবট চ্যাটজিপিটি এবং অন্য কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেম ‘হ্যাক’ করেছে।

ওপেনএআই সোমবার ম্যানহাটন ফেডারেল আদালতে এ দাবি করে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়।

চ্যাটজিপিটি তাদের ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করার জন্য চ্যাটবটকে প্রশিক্ষণ দিতে অনুমতি ছাড়াই নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল ব্যবহার করেছে বলে অভিযোগ এনে গত ডিসেম্বরে ওপেনএআই ও এর বিনিয়োগকারী প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিরুদ্ধে মামলা করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমটি।

মামলায় বলা হয়, শতকোটি ডলারের বেশি ক্ষতির জন্য ওপেনএআই ও মাইক্রোসফটকে দায়ী করা উচিত। চ্যাটজিপিটির এ কাজের জন্য পাঠকরা অর্থ প্রদান ছাড়াই নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল পেয়ে যেতে পারেন। অর্থাৎ, নিউ ইয়র্ক টাইমস সাবস্ক্রিপশনের পাশাপাশি বিজ্ঞাপনে পাঠকের ক্লিক থেকে আয় হারাচ্ছে।

ওপেনএআই ম্যানহাটন ফেডারেল আদালতে বলেছে, টাইমসের এ অভিযোগ তাদের সাংবাদিকতার মানদণ্ড পরিপন্থি। এ ক্ষেত্রে যে সত্যটি বেরিয়ে আসবে, তা হলো টাইমস চ্যাটজিপিটি হ্যাক করার জন্য কাউকে অর্থ প্রদান করেছে।

নিউ ইয়র্ক টাইমসের প্রতিনিধিরা এ বিষয়ে এখনও কোনো সাড়া দেননি।

টাইমস এর আগেও অনেক টেক কোম্পানির বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘনের মামলা করেছে। এ ছাড়াও এ তালিকায় রয়েছে লেখক, ভিজ্যুয়াল শিল্পী এবং সঙ্গীত প্রকাশকদের গ্রুপ।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি