ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৭, ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পরীক্ষায় অংশ নিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি ‘মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড গভর্নেন্স (এমপিপিজি)’ প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নেন।

শুক্রবার (২৫ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের এমপিপিজি প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর আমিনুল ইসলাম।

তিনি বলেন, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সেখানে আসিফ মাহমুদ নামের একজন শিক্ষার্থীও পরীক্ষায় অংশ নিয়েছেন। আমরা পরবর্তী সময়ে জানতে পেরেছি যে, একজন উপদেষ্টা এখানে পরীক্ষায় অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, আগামী ১ থেকে ২ দিনের মধ্যেই ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। সেখানে যারা যোগ্য হিসেবে বিবেচিত হবেন তারাই ভর্তি হতে পারবেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি