ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

জঙ্গিবাদ নির্মূল না হলেও নিয়ন্ত্রণে আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৭, ২৮ জুলাই ২০১৯

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশে জঙ্গিবাদের মূল উৎপাটন করা এখনো সম্ভব হয়নি, তবে আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতায় নিয়ন্ত্রণে রয়েছে।

আজ রোববার (২৮ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত এক আন্ত:মন্ত্রণালয়ের সভা শেষে তিনি এসব কথা বলেন।

স্বারাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদ এখনো নির্মূল করা না গেলেও, আমাদের আইন শৃঙ্খলাবাহিনীর তৎপরতা অব্যাহত আছে।

তিনি বলেন, জঙ্গিবাদের মূল উদ্দেশ্য হলো দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা। তারা চায় না এ দেশ এগিয়ে যাক। ফলে তারা এখনো কিছু কিছু জায়গায় আক্রমণ করছে।

আই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি