ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

‘জাতীয় ঐক্যে’র মাধ্যমেই সরকারকে মোকাবেলা: মোশাররফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৮, ১৩ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:০৮, ১৩ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপির স্থায়ী কমিটির জেষ্ঠ্য সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘জাতীয় ঐক্য’র মাধ্যমেই সরকারকে মোকাবেলা  করা হবে। সরকারের পতন ঘটিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করা হবে।

আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খন্দকার মোশাররফ বলেন, জাতীয় ঐক্যের রূপরেখা চূড়ান্ত। শিগগিরই কর্মসূচি দেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথ বের করা হবে।

তিনি বলেন, দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সরকারকে আবারো আহবান জানাই সংসদ ভেঙে দিন। নির্বাচন কমিশন পূণর্গঠন করুন। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠার পথকে সুগম করুন। নতুবা গণআন্দোলনের মধ্য দিয়ে আপনাদের সরানো হবে।

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক হবে না মন্তব্য করে তিনি বলেন, খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনো নির্বাচন অংশগ্রহণমূলক হবে না। নির্বাচন করতে দেওয়া হবে না।

প্রসঙ্গত বিকল্প ধারা সভাপতি বদরুদ্দোজা চৌধুরী ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনকে নিয়ে বৃহত্তর জাতীয়  ঐক্য করেছে বিএনপি। এই ঐক্যের রূপরেখা আজ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি