ঢাকা, রবিবার   ১১ জানুয়ারি ২০২৬

রাজধানীতে দশম শ্রেণির শিক্ষার্থীকে গলা কেটে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৭, ১০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৫১, ১০ জানুয়ারি ২০২৬

Ekushey Television Ltd.

রাজধানীর বনশ্রীতে ফাতেমা আক্তার লিলি (১৭) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে তিনটার মধ্যে দক্ষিণ বনশ্রীর প্রধান সড়কের  ‘প্রীতম ভিলায়’ এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত লিলি স্থানীয় রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা যায়। 

জানা গেছে, ফাতেমা পরিবারের সঙ্গে দক্ষিণ বনশ্রীর একটি বাসায় থাকত। দুই দিন আগে তার মা-বাবা হবিগঞ্জে গ্রামের বাড়িতে যায়। ঢাকায় ফাতেমা ও তার বোন ছিলেন। শনিবার বিকেলে তার বোন বাসার বাইরে গেলে ফিরে এসে ফাতেমার গলাকাটা লাশ দেখতে পান। 

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা হত্যা করেছে, সেটি এখনো জানা যায়নি। বিস্তারিত তথ্য সংগ্রহে কাজ করা হচ্ছে। 

খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক দল এসেছে। পরীক্ষা-নিরীক্ষা শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

এমআর// 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি