ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জামায়াতের সঙ্গে ঐক্য হয়নি বলে ধাপ্পাবাজি করছেন কামাল: তোফায়েল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২৫ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৫:১৭, ২৫ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

জামায়াতের সঙ্গে ঐক্যে হয়নি বলে জাতীয় ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন ধাপ্পাবাজি করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।  

আজ বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বাপা ফুড এক্সপোর উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তোফায়েল আহমেদ বলেন, বিএনপির সঙ্গে ঐক্য করে ড. কামাল হোসেন বলেছেন জামায়াতের সঙ্গে ঐক্য হয়নি। এটি এক ধরণের ধাপ্পাবাজি। জনগণ এটি মেনে নেবে না। কারণ বিএনপি-জামায়াত একই মুদ্রার দুই পিঠ।

তোফায়েল আহমেদ বলেন, জাতীয় ঐক্যফ্রন্ট দেশের স্থানে সমাবেশ করার কথা বলছে। রাজনৈতিক সমাবেশের নামে কোনো সহিংসতা করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি